বর্তমানে প্রতিটি ব্যবসার প্রসার ও প্রচারের জন্য সোশ্যাল মিডিয়া সাইটগুলো গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। কারন সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে । আর প্রচুর মানুষের যেখানে সমাগম হয় বেচা – কেনা সেখানে একটু বেশীই হয় । তবে অনেকেই সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক পেইজ , ইউটিউব , টুইটার ইত্যাদি ব্যবসার প্রয়োজনে ওপেন করেও সময়ের অভাবে নিয়মিত পোস্ট করে অনলাইনে নিজেদের ব্যবসা সচল রাখতে সক্ষম হয়না । এরফলে অনেক অনলাইন ক্রেতা পণ্য বে সেবাটির নিয়মিত আপডেট না দেখার কারনে ক্রয় করার আগ্রহ হারিয়ে ফেলে । তাই আপনার অনলাইন ক্রেতাদের নিয়মিত আপডেট রাখতে আমরা দিচ্ছি “Social Media Sites Operation Service” . এইক্ষেত্রে যেসকল সেবাসমুহ আপনি পেয়ে থাকবেন ঃ

১) আপনার ব্যবসার নামে ফেসবুক পেইজ ওপেন করা না থাকলে ওপেন করে দেওয়া ।

২) আপনার ফেসবুক পেইজে নিয়মিত অথবা ১ / ২ / ৭ দিন পরপর প্রফেশনাল উপায়ে ক্রেতাদের টার্গেট করে কন্টেন্ট তৈরি করা ও পোস্ট করা । এই ব্যাপারে আপনার সিদ্ধান্ত অনুযায়ী সময়কাল নির্ধারণ করা হয়ে থাকে ।

৩) প্রত্যেক সপ্তাহে আপনার পণ্য বা সেবার উপর ভিক্তি করে একটি প্রমোশনাল মুলক ভিডিও / আর্টিকেল পোস্ট করা হবে ।

৪) পোস্টের সাথে আপনার পণ্য বা সেবা অনুযায়ী আকর্ষণীয় পিকচার দিয়ে পোস্ট করা হবে । এই ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইনের ব্যাবহার হবে।

৫) ফেসবুকের পাশপাশি , টুইটার , ইনস্টাগ্রাম এবং ইউটিউবে একাউন্ট ওপেন করা এবং নিয়মিত পোস্ট দেওয়া ।

৬) প্রতিটি পোস্টের কমেন্টের এবং মেসেজের প্রফেশনাল উপায়ে দ্রুত রিপ্লাই দেওয়া ।

৭) দক্ষ উপায়ে আপনার পেইজের অর্গানিক লাইক , রিচ এবং পণ্য বা সেবাগুলো টার্গেট কাস্টমারদের নিকট পৌঁছে দিয়ে বিক্রয় বৃদ্ধি নিশ্চিত করা।

৮) ইংরেজি অথবা বাংলা বা উভয় ভাষায় কন্টেন্ট পোস্ট করা ।

৯) ২৪ ঘণ্টা আপনার ব্যবসার অনলাইন সাইটগুলোর নজরদারিতে রাখা ।

১০) আলোচনা সাপেক্ষে আপনি সেবাটি সাপ্তাহিক , মাসিক অথবা বাৎসরিক ভিক্তিক গ্রহন করতে পারবেন ।

১১) আলোচনা সাপেক্ষে উপরের উল্লেখিত যে কোন সেবা বাদ দিতে বা নতুন কিছু সংযোজন করতে পারবেন ।

এই সেবাটি গ্রহন করতে অথবা বিস্তারিত জানতে যোগাযোগ করুন ঃ

মোবাইল ঃ ০১৯৭৭২৮০৫৯৫

অথবা ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে ঃ

ইনবক্স লিঙ্ক ঃ http://m.me/shebabinimoy

#social media marketing service #social media marketing agency #social media marketing strategy #social media marketing companies #smm services #facebook marketing company #smm specialist #social media marketing cost #top social media marketing companies #social media marketing specialist #best social media marketing #social media marketing pricing #social media marketing expert #social media marketing platform #social media marketing website #best social media marketing sites #social media mkt