ঈদের দিনের সত্যিকারের আমেজ শুরু হত তখন চাঁদ রাত থেকেই। বিটিভিতে চাঁদ দেখা যাওয়া মাত্রই “রমজানের রোজার শেষে” সেই মধুর গানই যেন বাড়িয়ে দিত ঈদ আনন্দ। তাছাড়া প্রত্যেক ২৯ কিংবা ৩০ রোজায় কোন রকম ইফতারি করেই বাড়ির ছাদে নিজ চোখে ঈদের চাঁদ দেখার জন্য হুরমুরিয়ে উঠতে দেখা যেত সবাইকে।