All The Services Of Sheba Binimoy
Sheba Binimoy is offering 5 different services to its valuable customers. These are :
- Product / Service listing
- Social Media Sites Operations
- Search Engine Optimization
- Digital Marketing
- Website Operation
To receive any of the services please contact us.
Mobile : 01977280595
Or Inbox Us.
Inbox Link : http://m.me/shebabinimoy
All The Services Of Sheba Binimoy
Let’s discuss all the above services :
- Product / Service Listing :
বর্তমান যুগ ইন্টারনেটের যুগ । এই যুগে মানুষ দিনের বেশিরভাগ সময় অনলাইনে অতিবাহিত করতে পছন্দ করে থাকেন। তাই অনলাইনের সব ক্রেতাদের কাছে আপনার ব্যবসার পণ্য বা সেবাটি পোঁছে দিতে “Sheba Binimoy” এ আজই আপনার পণ্য বা সেবাটি লিস্টিং করুন সম্পূর্ণ ফ্রিতে । এতে করে ক্রেতারা অনলাইনে আপনার পণ্যটির বিষয়বস্তু জেনে খুব সহজেই যেমন আপনার দোকানে এসে পছন্দের এবং কাঙ্ক্ষিত পণ্যটি ক্রয় করতে পারবেন তেমনি , ক্রেতাদের দ্বারপ্রান্তেও অর্ডারকৃত পণ্যগুলো পৌঁছে দেওয়া সম্ভব হবে ।
কিভাবে আপনি আপনার ব্যবসার পণ্য বা সেবাসমূহ লিস্টিং করবেন তা জানতে নিচের দেওয়া ভিডিও লিঙ্কে ক্লিক করুন ঃ
2. Social Media Sites Operations :
বর্তমানে প্রতিটি ব্যবসার প্রসার ও প্রচারের জন্য সোশ্যাল মিডিয়া সাইটগুলো গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। কারন সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে । আর প্রচুর মানুষের যেখানে সমাগম হয় বেচা – কেনা সেখানে একটু বেশীই হয় । তবে অনেকেই সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক পেইজ , ইউটিউব , টুইটার ইত্যাদি ব্যবসার প্রয়োজনে ওপেন করেও সময়ের অভাবে নিয়মিত পোস্ট করে অনলাইনে নিজেদের ব্যবসা সচল রাখতে সক্ষম হয়না । এরফলে অনেক অনলাইন ক্রেতা পণ্য বে সেবাটির নিয়মিত আপডেট না দেখার কারনে ক্রয় করার আগ্রহ হারিয়ে ফেলে । তাই আপনার অনলাইন ক্রেতাদের নিয়মিত আপডেট রাখতে আমরা দিচ্ছি “Social Media Sites Operation Service” . এইক্ষেত্রে যেসকল সেবাসমুহ আপনি পেয়ে থাকবেন ঃ
১) আপনার ব্যবসার নামে ফেসবুক পেইজ ওপেন করা না থাকলে ওপেন করে দেওয়া ।
২) আপনার ফেসবুক পেইজে নিয়মিত অথবা ১ / ২ / ৭ দিন পরপর প্রফেশনাল উপায়ে ক্রেতাদের টার্গেট করে কন্টেন্ট তৈরি করা ও পোস্ট করা । এই ব্যাপারে আপনার সিদ্ধান্ত অনুযায়ী সময়কাল নির্ধারণ করা হয়ে থাকে ।
৩) প্রত্যেক সপ্তাহে আপনার পণ্য বা সেবার উপর ভিক্তি করে একটি প্রমোশনাল মুলক ভিডিও / আর্টিকেল পোস্ট করা হবে ।
৪) পোস্টের সাথে আপনার পণ্য বা সেবা অনুযায়ী আকর্ষণীয় পিকচার দিয়ে পোস্ট করা হবে । এই ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইনের ব্যাবহার হবে।
৫) ফেসবুকের পাশপাশি , টুইটার , ইনস্টাগ্রাম এবং ইউটিউবে একাউন্ট ওপেন করা এবং নিয়মিত পোস্ট দেওয়া ।
৬) প্রতিটি পোস্টের কমেন্টের এবং মেসেজের প্রফেশনাল উপায়ে দ্রুত রিপ্লাই দেওয়া ।
৭) দক্ষ উপায়ে আপনার পেইজের অর্গানিক লাইক , রিচ এবং পণ্য বা সেবাগুলো টার্গেট কাস্টমারদের নিকট পৌঁছে দিয়ে বিক্রয় বৃদ্ধি নিশ্চিত করা।
৮) ইংরেজি অথবা বাংলা বা উভয় ভাষায় কন্টেন্ট পোস্ট করা ।
৯) ২৪ ঘণ্টা আপনার ব্যবসার অনলাইন সাইটগুলোর নজরদারিতে রাখা ।
১০) আলোচনা সাপেক্ষে আপনি সেবাটি সাপ্তাহিক , মাসিক অথবা বাৎসরিক ভিক্তিক গ্রহন করতে পারবেন ।
১১) আলোচনা সাপেক্ষে উপরের উল্লেখিত যে কোন সেবা বাদ দিতে বা নতুন কিছু সংযোজন করতে পারবেন ।
এই সেবাটি গ্রহন করতে অথবা বিস্তারিত জানতে যোগাযোগ করুন ঃ
মোবাইল ঃ ০১৯৭৭২৮০৫৯৫
অথবা ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে ঃ
ইনবক্স লিঙ্ক ঃ http://m.me/shebabinimoy
3. Search Engine Optimization :
আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কোন ওয়েবসাইট রয়েছে কিন্তু সেটা গুগোলে খুজে পাচ্ছেন না ? অথবা পেলেও সেটা সার্চ ইঞ্জিনের প্রথম পেইজে আসছেনা ? তবে আপনার পাশে রয়েছে Sheba Binimoy. সেবা বিনিময় দক্ষভাবে ওয়েবসাইটের অনপেইজ এস ই ও এবং অফপেইজ এস ই ও করে থাকে , যার কারনে অল্প সময়ে আপনার ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনে র্যাংক করবে। পাশপাশি আমরা দ্রুত র্যাংক করার জন্য “Black Hat SEO” ব্যাবহার করিনা । সম্পূর্ণ “White Hat SEO Strategy” ব্যাবহার করে এস ই ও করার কারনে আপনার ওয়েবসাইটটি দীর্ঘ সময়ের জন্য র্যাংক করবে এবং এরফলে আপনি প্রতিদিন প্রচুর টার্গেট ভিজিটর পাবেন । তাই , এই সেবাটি গ্রহন করতে আজই যোগাযোগ করুন ঃ
মোবাইল ঃ ০১৯৭৭২৮০৫৯৫
অথবা ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে ঃ
ইনবক্স লিঙ্ক ঃ http://m.me/shebabinimoy
4. Digital Marketing Service :
আপনার ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য বা সেবার জন্য “ডিজিটাল মার্কেটিং ” খুব গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে । আর সেবা বিনিময় ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য বা সেবার প্রচার ও প্রচারের মাধ্যমে আপনার পণ্য বা সেবার বিক্রয় বৃদ্ধিতে বদ্ধপরিকর ।
সেবা বিনিময়ের ডিজিটাল মার্কেটিং এর সেবাসমূহ ঃ
১) আপনার পণ্য বা সেবার টার্গেট কাস্টমার অনুযায়ী কন্টেন্ট তৈরি করা এবং সেটার যথাযথ প্রমোশন নিশ্চিত করা ।
২) আপনার টার্গেট পেইজ বা পোস্টের রিচ এবং রেসপন্স বাড়ানো এবং পাশপাশি সেটা টার্গেট কাস্টমারদের নিকট পৌঁছানো ।
৩) Text content , video content , picture content এর মাধ্যমে বেশী বেশী ক্রেতাদের আকর্ষণ করা ।
৪) বেশী বেশী পোস্ট শেয়ারিং নিশ্চিত করে আপনার পণ্য বা সেবাটির প্রচার ও প্রসার নিশ্চিত করা ।
৫) SEO , Social Media Marketing , Content Marketing , Email Marketing এবং Web Analytics নিশ্চিত করা ।
সেবা বিনিময়ের ডিজিটাল মার্কেটিং এর সেবাসমূহ পেতে আজই যোগাযোগ করুন ঃ
মোবাইল ঃ ০১৯৭৭২৮০৫৯৫
অথবা ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে ঃ
ইনবক্স লিঙ্ক ঃ http://m.me/shebabinimoy
5. Website Operation :
আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট রয়েছে কিন্তু সময়ের অভাবে নিয়মিত এস ই ও এবং কন্টেন্ট আপডেট না করার কারনে প্রতিনিয়ত আপনার ওয়েবসাইট সার্চ ইঞ্জিন থেকে ভাল অবস্থানটি হারাচ্ছে । তবে এই নিয়ে আর চিন্তা নেই। কারন সেবা বিনিময় দিচ্ছে আপনাকে ওয়েবসাইট অপারেশন সার্ভিস , যেখানে দক্ষ টিম কর্তৃক আপনার ওয়েবসাইট মনিটর করা হবে প্রতিনিয়ত এবং সার্চ ইঞ্জিনে আপনার প্রথম অবস্থান নিশ্চিত করা হবে সবসময় ।
ওয়েবসাইট অপারেশন সার্ভিসটি গ্রহন করতে আজই যোগাযোগ করুন ঃ
মোবাইল ঃ ০১৯৭৭২৮০৫৯৫
অথবা ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে ঃ
ইনবক্স লিঙ্ক ঃ http://m.me/shebabinimoy
Leave a Reply