বাংলাদেশের ৫টি জনপ্রিয় ও দরকারি ফেসবুক গ্রুপ – জানুন বিস্তারিত

অনলাইনে যে পরিমান সময় প্রতিদিন আমাদের অতিবাহিত হয়, তার মধ্যে সবচেয়ে বেশী সময় আমরা অতিবাহিত করতে পছন্দ করি ফেসবুকে। এর পেছনেও রয়েছে যথোপযুক্ত কারন। মুলত ফেসবুকে আমরা প্রতিনিয়ত নিজ নিজ আপনজন, বন্ধু ও পরিবারের সদস্যদের নিজস্ব চিন্তাভাবনা ও তাদের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পছন্দ করি। পাশপাশি, আমরা নিজেদের চিন্তাভাবনা, ভাল লাগা এবং অসাধারন মুহূর্তগুলো অন্যদের সাথে উপভোগ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। বলা যায়, অনেক দূরে থেকেও যেন ফেসবুক আমাদের সবাইকে খুব কাছ থেকে চেনার বা অনুভব করার একটা সুযোগ করে দিয়েছে।

ফেসবুকের নিজের চিন্তাভাবনা বা মুহূর্তগুলো শেয়ার করার পাহপাশি এখন ব্যবসার জন্য ফেসবুক খুব জনপ্রিয় একটি প্লাটফর্ম। বিশেষ করে নতুন উদ্যোক্তাদের জন্য ফেসবুক হয়ে উঠেছে জনপ্রিয় একটি মাধ্যম। শুধুযে উদ্যোক্তা তা নয়, বর্তমানে অনেকেই ফেসবুকে আসেন ভাল কোন গ্রুপে বা পেইজে সংযুক্ত থেকে নতুন নতুন বিষয়ে জ্ঞান আহরণ কিংবা প্রয়োজনীয় বিভিন্নধরনের সেবা গ্রহন করতে। তাই আজ আলোচনা করব ফেসবুকের তেমন ৫টি গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপ নিয়েঃ

১। দোকান ভাড়া নেওয়া ও দেওয়ার গ্রুপ – Rent Shop in BD : বাংলাদেশে যেকোন জেলায় দোকান ভাড়া দেওয়া ও নেওয়ার জন্য বিখ্যাত ও বহুল জনপ্রিয় একটি ফেসবুক গ্রুপ এটি। যেটি ভাড়া দিব ও নিব.কম এর অসাধারণ সময়োপযোগী একটি উদ্যোগ। কোন একটা সময় মানুষ পোস্টার লাগিয়ে দোকান ভাড়ার বিজ্ঞাপন দিত। কিন্তু প্রযুক্তির কল্যাণে মানুষ এখন অনলাইনে দোকান ভাড়ার বিজ্ঞাপন দিয়ে খুব সহজেই পছন্দমত ব্যবসার জন্য ঘরে বসেই দোকান ভাড়া দিতে পারছেন । একইভাবে আগে যাদের পথে পথে ঘুরে ঘুরে দোকান ভাড়া খুঁজতে হত তারাও ঘরে বসেই নিজ ব্যবসার জন্য পছন্দের দোকানটি ফোন কল করে কিংবা ইনবক্সে ভাড়ার জন্য দর কষাকষি করছেন।

পাশপাশি এই গ্রুপ দোকান ভাড়ার বিজ্ঞাপন ছাড়াও দোকান বা দোকানের মালামাল বিক্রয় এবং দোকান, শোরুম কিংবা রেস্টুরেন্ট ভাড়া নেওয়ার জন্য বিজনেস পার্টনার ও ইনভেস্টর খুঁজে পাওয়ার ও একটা সেরা মাধ্যম। তাই আপনিও যুক্ত হতে পারেন এই গ্রুপে।

গ্রুপ লিঙ্ক ঃ https://www.facebook.com/groups/3567069160021860

দোকান ভাড়া নেওয়া ও দেওয়ার গ্রুপ - Rent Shop in BD

২। Chhagalnaiya Blood Donors Club (CBDC) : ফেনীর ছাগলনাইয়ার একঝাঁক তরুণদের নিয়ে গঠিত এই ব্লাড ডোনেট ক্লাব। ফেনী ছাড়াও তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ব্লাড ম্যানেজ করার পিছনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। পাশপাশি তারা ফেনীর গরীব, অসহায় ও দুঃস্থ মানুষদের দ্রুত ও নিরাপদে হাসপাতালে পৌঁছে দিতে গরীবের এম্বুলেন্স নামের একটি প্রোজেক্ট হাতে নিয়েছে, যেখানে মানুষের অনুদানের টাকায় ক্রয় করা হবে একটি এম্বুলেন্স। চাইলে আপনিও যুক্ত হতে পারেন এই মহান উদ্যোগে।

গ্রুপে যুক্ত হতে ভিজিট করুন ঃ https://www.facebook.com/groups/cbdcb

Chhagalnaiya Blood Donors Club (CBDC) :

৩। Vacancy Announcement BD: বাংলাদেশের তরুণদের চাকরি বাজারে এগিয়ে নিতে বিভিন্ন ভাল ভাল কোম্পানির চাকরির খবরগুলো প্রকাশ করে থাকে গ্রুপটি। পাশপাশি তরুনরা যাতে চাকরির ইন্টারভিউতে গিয়ে নিজেকে সফলভাবে প্রমান করতে পারেন এবং চাকরি জীবনেও যেন সফলতার সাথে এগিয়ে যেতে পারেন সেজন্য প্রতিষ্ঠানটি বিভিন্ন সময়ে স্কিল ডেভেলপমেন্ট কোর্সের আয়োজন করে থাকেন।

তাই গ্রুপটিতে যুক্ত হয়ে যান আজই । গ্রুপ লিঙ্ক ঃ https://www.facebook.com/groups/vacancyannouncementinbd

Vacancy Announcement BD
Photo : Vacancy Announcement Group

বাংলাদেশের ৫টি জনপ্রিয় ও দরকারি ফেসবুক গ্রুপ

৪। Travellers Of Bangladesh ঃ বাংলাদেশের ভ্রমণ প্রিয় মানুষদের জন্য সেরা গ্রুপ এটি। এই গ্রুপে ভ্রমণ প্রিয় মানুষরা বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো থেকে তোলা প্রাকৃতিক ও অন্যান্য আকর্ষণীয় মুহূর্তের সেরা ছবিগুলো শেয়ার করে থাকেন। যার ফলে একদিকে যেমন অনেক নতুন নতুন পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে, তেমনই ঘরে বসেই প্রকৃতিকে অনুভব করার সুযোগ হচ্ছে। নিঃসন্দেহে এই গ্রুপের প্রত্যেকটি ছবি আপনার মনকে নিমিষেই ভাল করে দেওয়ার জন্য যথেষ্ট!

গ্রুপ লিঙ্ক ঃ https://www.facebook.com/groups/647450768707652

Travellers Of Bangladesh
Photo Credit : Malthas Chakma

৫। ভাড়া দিব ও নিব.কম l যে কোন কিছু ভাড়া দেওয়া ও নেওয়ার প্ল্যাটফর্ম : নাম শুনেই বুঝা যাচ্ছে এই গ্রুপের কাজ। মুলত এই গ্রুপে আপনি গাড়ি, বাড়ি, ঘর, ফার্নিচার, শেরওয়ানি, শাড়ি সহ যাবতীয় যেকোন জিনিষ ভাড়া দিতে ও নিতে পারবেন। প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ তাদের কাছে থাকা আকর্ষণীয় পণ্যগুলো ভাড়া দিয়ে থাকেন এই গ্রুপে।

এতে একদিকে অল্প খরচে পণ্য ভাড়া নিয়ে যেমন অনেক মানুষের সাময়িক প্রয়োজনগুলো মিটছে তেমনি অনেকই নিজের অব্যবহৃত জিনিসগুলো ভাড়া দিয়ে বাড়তি কিছু আয় করতে পারছেন। তাই এমন কোন কিছু ভাড়া দিতে বা নিতে এই গ্রুপটিতে যুক্ত হতে পারেন আপনিও।

গ্রুপ লিঙ্ক ঃ https://www.facebook.com/groups/316059089353027

 ভাড়া দিব ও নিব.কম l যে কোন কিছু ভাড়া দেওয়া ও নেওয়ার প্ল্যাটফর্ম

এই রকম আরও ব্লগ খুঁজে পেতে এখানে ক্লিক করুন

About Author

1 Comment

  • Md Shajib

    2 years ago / 22/09/2021 @ 10:38 AM

    Wow! Greate info
    Excellent guide. I am surprised thinking how much time and effort you have put together in writing this comprehensive guide.

    Thank you so much for writing about Bangladesh.

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *