Eid Mubarak 2021

ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি,

ঈদের দিনে ঘুরব শুধু, সালামী পাব বেশী!

রঙিন কাপড় পরে মোরা যাব ঈদগাহে,

ধনী-গরীব ভুলে গিয়ে কাঁধ মিলাব একসাথে।

পায়েস খাব, ফিরনী খাব, খাব রস-মালাই,

উৎসবের আমেজে জমবে ঈদ, যদি না থাকে রোগ-বালাই!

ঈদ মোবারক

কবিতার মতই কোন এক সময় ঈদের দিনগুলো ছিল উৎসব – আমেজে পরিপূর্ণ। তখন রোজা শুরু হলেই, শুরু হত ঈদের দিনটির জন্য প্রতিক্ষা। কাঙ্ক্ষিত দিনটি আসার পূর্বেই ঈদ নিয়ে ছোট-বড় সকলের মাঝেই চলত এক মহা পরিকল্পনা। ঈদে এবার কি ধরনের কাপড় কিনবে, কোথায় কোথায় ঘুরতে যাবে, কত সালামী পাবে এসব নিয়ে ছিল নানা পরিকল্পনা। বলাবাহুল্য ঈদ আনন্দ শতগুন বাড়িয়ে দিত বাহারি ডিজাইনের সব ঈদ-কার্ডগুলো, যেখানে লেখা থাকত নানা মজার ছন্দ। যেমন ঃ

“লাচ্ছি খাই, সেমাই খাই, ঈদের দিনে দেখা চাই,

যদি দেখা না পাই, ঈদ কার্ড ফেরত চাই”

আবার,

“নীল আকাশে উরে যায় এক ঝাঁক বক,

তার মাঝে লেখা আছে ঈদ মোবারক”

যদিও কোন এক সময় পাড়ার অলিতে – গলিতে ছোট ছেলে-মেয়েরা দিত ঈদ কার্ডের দোকান, আজ সময়ের ব্যবধানে সেই ছোট্ট ঈদ কার্ডের দোকানগুলো যেন প্রায় হারিয়ে গেছে। এখন মানুষ ঈদ কার্ডের পরিবর্তে ফেসবুকে শুভেচ্ছা বিনিময় করে থাকেন। কিন্তু কাগজের সেই ঈদ কার্ডগুলোতে যে কত ভালবাসা, আবেগ, আনন্দ লুকিয়ে ছিল তা এই যুগের ছেলেমেয়েরা কখনই বুঝবে না।

ঈদের দিনের সত্যিকারের আমেজ শুরু হত তখন চাঁদ রাত থেকেই। বিটিভিতে চাঁদ দেখা যাওয়া মাত্রই “রমজানের রোজার শেষে” সেই মধুর গানই যেন বাড়িয়ে দিত ঈদ আনন্দ। তাছাড়া প্রত্যেক ২৯ কিংবা ৩০ রোজায় কোন রকম ইফতারি করেই বাড়ির ছাদে নিজ চোখে ঈদের চাঁদ দেখার জন্য হুরমুরিয়ে উঠতে দেখা যেত সবাইকে। চাঁদ উঠুক কিংবা না উঠুক, পরিবারের সবাইকে নিয়ে ছাদ থেকে নিজ চোখে ঈদের চাঁদ খোজার দিনগুলো ছিল সত্যিই অসাধারন। তবে প্রযুক্তির কল্যাণ আর চারদিকে উঁচু উঁচু দালানকোঠা যেন আজ চাঁদ দেখার উৎসবটিকেও মুছে দিয়েছে।

www.daily-sun.com

ঈদের দিন রঙিন পাঞ্জাবী পরে বাবার সাথে ঈদগাহে যাওয়া, খোলা ময়দানে ঈদের জামাত আদায় করা, নামাজ শেষে নতুন কাপড় পরে বন্ধু , আত্মীয় স্বজনদের বাড়ি সালামীর আশায় দল বেঁধে যাওয়া, পাড়ায় পাড়ায় ছোট ছেলেদের খেলনার পিস্তল হাতে নিয়ে মহড়া এসব কিছুই যেন আজ মিছে। করোনা মহামারী যেন কেড়ে নিয়েছে সব আনন্দ।

jatirkhantha.com.bd

সময়ের সাথে সাথে আর করোনা মহামারীতে পরিবর্তন হয়েছে আজ অনেক কিছুই। এখন আর ঈদগাহে ঈদের নামাজ পরা হয়না, ঈদের দিন কারও বাড়িতে ঘুরতে যাওয়া হয়না, ঈদ কার্ড আজ আর কেউ দেয়না, চাঁদ রাতে ছাদে উঠে নিজ চোখে দুরের সোনালি ঈদের চাঁদটাকেও দেখা হয়না। তবুও ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশী এই বিশ্বাস বুকে ধারন করেই ধনী-গরীব সকলে মিলেই এবার ঈদ বয়ে আনবে শুখ, শান্তি ও সমৃদ্ধি এই প্রত্যাশাই আমাদের।

সবাইকে জানাই ঈদ মোবারক।

ধন্যবাদ

Sheba Binimoy

লিখেছেন ঃ Aminul Islam Ovi

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *