ঈদে প্রেমিকাকে কম দামে আকর্ষণীয় কিছু গিফট দেওয়ার আইডিয়া
ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই খুশী। আর এই ঈদে সবার মাঝে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাঝেই জীবনের সার্থকতা। তাই ঈদে প্রত্যেকটি প্রেমিকই চায় তাঁর ভালবাসার মানুষটিকে সুন্দর কিছু উপহার দিতে যেটি সে ঈদের দিন পরে তাঁর হাত ধরে ঘুরে বেড়াবে। তবে ঈদে সব ছেলেদের কম বেশি হাত খরচ থাকায়, অনেকসময় প্রেমিকার জন্য দামী কোন উপহার কেনা সম্ভব হয়ে উঠে না। তাই আজ আমি আপনাদের এমন কিছু কম দামে মেয়েদের জন্য ঈদ উপহারের আইডিয়া দিব যেটি পেয়ে আপনার প্রেমিকার মনে এক নতুন করে ভালবাসার উদয় হবে।
আমরা প্রেমিকদের বেক্তিগত জীবনের অভিজ্ঞতা ও নানা রকমের অনুসন্ধানের ভিক্তিতে ঈদে আপনার প্রেমিকার জন্য এই গিফট আইটেমগুলো নির্বাচন করেছি। তাই মনে কোন দ্বিধা-দন্দ না রেখে পরতে থাকুন শেষ পর্যন্ত।
প্রেমিকাকে কম দামে আকর্ষণীয় কিছু গিফট আইডিয়া
১. হাতের ব্রেসলেটঃ প্রতিটি মেয়ের ব্রেসলেটের প্রতি একটা আলাদা আবেগ রয়েছে। ব্রেসলেট দেখলেই যেন মনে হয় হাতে একটু পরে দেখি আমাকে কেমন লাগছে! বিষয়টি এতদিন আপনার কাছে অজানা থাকলেও জেনে খুশী হবেন কম মূল্যে একটি আকর্ষণীয় হাতের ব্রেসলেটই আপনার প্রেমিকার মনে আপনার প্রতি ভালবাসা আরও দৃঢ় করতে যথেষ্ট। তাই কালক্ষেপণ না করে নিচের আকর্ষণীয় ব্রেসলেটগুলো থেকে আপনার প্রেমিকার জন্য ব্রেসলেটটি বেছে নিন।
সব ব্রেসলেটের কালেকশনগুলো একসাথে দেখতে এখানে ক্লিক করুন
২. মাথার ক্লিপ সেট ঃ যার মাথায় চুল আছে ক্লিপ তারই প্রয়োজন! তাই ক্লিপ পছন্দ না এমন মেয়ে খুঁজে পাওয়া দুষ্কর। একটি ক্লিপ সেটে ৩ থেকে ৬ ধরনের ভিন্ন ভিন্ন ক্লিপ থাকে। আর এই ঈদে আপনার ভালবাসার মানুষকে ক্লিপ সেট উপহার দিয়ে তাঁর মন জেতার এটাই সুযোগ। কল্পনা করুন, আপনার প্রেমিকাকে সাথে নিয়ে আপনি ঈদের দিন রিক্সা দিয়ে ঘুরছেন আর আপনার প্রেমিক আপনার দেওয়া উপহারের সেই চমৎকার ক্লিপ মাথার চুলে গুঁজে এসেছে। দেখে তখন আপনার কতই না ভাল লাগবে। তাই মনের মত ক্লিপ সেট নিচের দেওয়া কালেকশনগুলো থেকে পছন্দ করে আজই অর্ডার করে ফেলুন।
সব ক্লিপসেটগুলো একনজরে একসাথে দেখতে এখানে ক্লিক করুন
৩. কাঠের নেকলেস সেটঃ প্রত্যেকটা প্রেমিকাই চাই তাঁর প্রেমিক যেন তাঁর জন্য কোন আকর্ষণীয় ও ইউনিক আইটেম গিফট করে। আর আপনার প্রেমিকা যদি শৌখিন মনের মানুষ হয়ে থাকে ও শাড়ি পরতে পছন্দ করে থাকে তবে নিঃসন্দেহে কাঠের নেকলেস সেট তাঁকে বেশ মানাবে। তাছাড়া বর্তমানে মেয়েদের মধ্যে কাঠের নেকলেস পরিধান করার একটা ফ্যাশন চলছে। তাই আপনি যদি এই ঈদে আপনার প্রেমিকাকে এমন একটি কাঠের নেকলেস উপহার দেন তবে সেই গিফটটি হবে সবার চেয়ে আলাদা ও পছন্দনীয়।
নিচের দেওয়া কাঠের নেকলেসসেটগুলো থেকে বেছে নিন আপনার পছন্দের নেকলেস।
কাঠের নেকলেসের আরও কালেকশন দেখতে এখানে ক্লিক করুন
৪. পায়েলঃ বয়ঃসন্ধিকাল থেকেই মেয়েদের পায়েল পরার প্রতি তিব্র শখ জাগে। যেন যে কেউ এই সময়ে তাঁকে পায়েল উপহার দিলেই বুকে আগলে নিবে। শুধু ভাবুন, আপনি আপনার প্রেমিকার হাত ধরে কোন এক নির্জন পথ ধরে হেটে চলেছেন তার সাথে আপনার প্রেমিকার পায়ে পরা পায়েলের মৃদু ঝুনঝুন শব্দ আপনার মনকে যেন দোলা দেয়। তবে আর দেরি না করে নিচের দেওয়া পায়েলের কালেকশন থেকে পছন্দের পায়েলটি আজই বেছে নিন।
পায়েলের সব কালেকশন একসাথে দেখতে ভিজিট করুন
তো এই ঈদে প্রেমিকাকে কি উপহার দিবেন না দিবেন এসব নিয়ে চিন্তা আপাতত শেষ। এবার উপরের উল্লেক্ষিত যেকোন উপহার আপনার প্রেমিকাকে দিন। আপনার প্রেমিকা নিশ্চয় অনেক অনেক বেশি খুশী হবে।
মেয়েদের উপহার দেওয়ার জন্য আরও সব আকর্ষণীয় কালেকশন দেখতে এখানে ক্লিক করুন
Leave a Reply